রাজশাহী: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দলের ভিন্ন মত থাকতে পারে। আন্দোলনও হতে পারে।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) সদর দফতরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, আমরা স্বাধীন ও গণতান্ত্রিক দেশের মানুষ। অথচ বর্তমানে যে আন্দোলন চলছে তা রাজনৈতিক নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড।
যারা পুড়িয়ে মানুষ মারে তাদের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি জনগণকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। নাশকতাকারীদের ধরিয়ে দিলে মানুষকে পুরস্কৃত করা হবে বলেও জানান এ কে এম শহীদুল হক।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, জনগণের সঙ্গে মিলেমিশে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। এ জন্য কমিউনিটি পুলিশিংকে গতিশীল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, আরএমপি কমিশনার মো. শামসুদ্দিন, র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম প্রমুখ।
এর আগে আইজিপি রাজশাহী রেঞ্জের জেলাগুলোর পুলিশ সুপারদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। পরে মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫