ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
কক্সবাজারে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকলেপর সহযোগীতায় মেলাটির আয়োজন করেছে জেলা প্রশাসন।



শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ বেগম নিলুফার আহমেদ।

কক্সবাজার জেলা প্রশাসক রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।

এ সময় মেলা উপলক্ষে ‘ডিজিটাল উদ্ভাবনী বার্তা-২০১৫’ নামের একটি স্মারক গ্রন্থের মোড়কও উন্মোচন করা হয়।

এ মেলায় স্থান পেয়েছে ৩৩টি স্টল। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য মেলায় প্রতিদিনই তথ্য-প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা ও কুইজের ব্যবস্থা রাখা হয়েছে। মেলায় আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

তিনদিন ব্যাপী আয়োজিত মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে ঝঙ্কার শিল্পী গোষ্ঠী, জেলা শিল্পকলার একাডেমি  এবং কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা।

এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় মেলা মঞ্চে ‘ডিজিটাল সেন্টার’, শনিবার বিকেল ৪টায় ‘মাল্টিমিডিয়া ক্লাসরুম’ ও মেলার শেষ দিন রোববার বিকেলে ‘ইনোভেশন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।

রোববার মেলার সমাপনী অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে অসামন্য অবদানের স্বীকৃতি স্বরুপ জেলার সেরা ৩টি ডিজিটাল সেন্টারকে, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোর মধ্যে মাল্টিমিডিয়া ক্লাস রুমের ওপর ভিত্তি করে ৩টি প্রতিষ্ঠানকে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জেলা প্রশাসকের দৃষ্টিতে যোগ্য ৫জন সরকারি কর্মকর্তাকে, একজন নির্বাচিত স্থানীয় সরকারের জনপ্রতিনিধিকে এবং স্থানীয় পর্যায়ে উল্লেখযোগ্য কোনো উদ্ভাবনীর জন্য একজনকে সহ সর্বমোট ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।

মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। মেলায় আগত দর্শনার্থীদের জন্য রয়েছে ফ্রি ওয়াইফাই সুবিধা।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।