ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শিবিরের হরতাল প্রতিহতের ঘোষণা গণজাগরণ মঞ্চের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
শিবিরের হরতাল প্রতিহতের ঘোষণা গণজাগরণ মঞ্চের ছবি: দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ছাত্রশিবিরের ডাকা রোববারের (০৮ ফেব্রুয়ারি) হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় ‘মুক্তির অভিযাত্রা’ শোভাযাত্রা শেষে শাহবাগে ফিরে এসে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ ঘোষণা দেন।



তিনি বলেন, যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদিদের মদদপুষ্ট শিবিরের ডাকা হরতাল প্রতিহত করা হবে। সেই সঙ্গে গণজাগরণ মঞ্চ রোববার হরতালবিরোধী অবস্থান কর্মসূচিও পালন করবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হলে রাস্তাঘাট অচল করে দেওয়া হবে।

এছাড়া তথাকথিত রাজনৈতিক কর্মসূচির নামে যারা মানুষ হত্যা করছে তারা দেশের শত্রু বলেও উল্লেখ করেন ডা. ইমরান। আর এ সব শত্রুকে প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

** গণজাগরণ মঞ্চের টানা অবস্থান কর্মসূচি স্থগিত
** মুক্তির অভিযাত্রা শুরু গণজাগরণ মঞ্চের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।