দিনাজপুর: দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার প্রথমদিন বাংলা প্রথমপত্রের পরীক্ষায় ৪৬৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রথম দিনের বাংলা প্রথমপত্রের পরীক্ষায় ১ লাখ ২১ হাজার ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ২০ হাজার ৫৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
রংপুর বিভাগের ৮ জেলা নিয়ে গঠিত দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলে মোট ১ লাখ ২৬ হাজার ৯৫৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
এর মধ্যে ছাত্র ৬৫ হাজার ৮৫ জন ও ছাত্রী ৬১ হাজার ৮৬৯ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ১৯ হাজার ৬৪০ জন ও অনিয়মিত ৭ হাজার ২২১ জন।
এবার ২৩৪টি কেন্দ্রের মাধ্যমে ২ হাজার ৫৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫