ঢাকা: দেশে যেসব স্যাটেলাইট শহর গড়ে উঠছে সেগুলোই আগামীর গ্রিন সিটি হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আগারগাঁওয়ে আইএবি সেন্টারে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের ২১তম নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মোশাররফ হোসেন বলেন, দেশে যেসব স্যাটেলাইট শহর গড়ে উঠছে, সেগুলোকে আগামীতে আরও সুপরিকল্পিতভাবে গড়া হবে। যেমন- পূর্বাচল, উত্তরা প্রজেক্ট, ঝিলমিল। এগুলোকে গ্রিন সিটি করা হবে।
তিনি বলেন, স্থপতিদের সুপরিকল্পনায় একটি আদর্শ নগরী গড়ে ওঠে। কারণ দেশের স্থপতিরা সব সময় নতুন ভাবনাকে কাজে লাগান।
এই লক্ষে দেশের সব স্থপতিকে দায়িত্বসহকারে আরও সুন্দরভাবে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।
‘রাজধানী ঢাকাকে আর কোনোভাবেই দূষিত হতে দেওয়া যাবে না’ বলেও মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, রাজধানী ঢাকাকে একটি আদর্শ নগরীতে পরিণত করা হবে। এর জন্য দেশের স্থপতিদের সহযোগিতার প্রয়োজন আছে। আগামীতে রাজধানীকে আরও আধুনিকরন করা হবে।
এসময় অনুষ্ঠানে নবনির্বাচিত পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
এ সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জি. এম জয়নাল আবেদীন ভূইয়া বলেন, দেশের বিভিন্ন স্থাপনা তৈরিতে স্থপতিদের ভূমিকা অনেক গুরুত্ব বহন করে। আমি আশা করি দেশের সব স্থপতিরা তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বের মধ্য দিয়েই পালন করবেন।
এ সময় অনুষ্ঠানে বিদায়ী নির্বাহী পরিষদের সদস্যদের সংবর্ধনামূলক ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া রাজউক প্রধান কার্যালয় ভবনের স্থাপত্য ডিজাইন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজক সংগঠনের সভাপতি স্থপতি ড. আবু সাঈদ এম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মইনুদ্দিন আবদুল্লাহ, সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আরিফ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫