ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কোকোর আত্মার মাগফেরাত কামনায় বগুড়ায় দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
কোকোর আত্মার মাগফেরাত কামনায় বগুড়ায় দোয়া আরাফাত রহমান কোকো

বগুড়া: বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে বগুড়ায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাদ জুম’আ জেলার ১২১টি ওয়ার্ড ও ১০৮ ইউনিয়নের প্রায় অধিকাংশ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



মাহফিলে বগুড়া জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট রাফি পান্না, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, শহীদ-উন-নবী সালাম, মাহফুজুর রহমান রাজু, জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি হারুন অর রশিদ সুজন, ফেরদৌস আজম সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় পাঠানো এক বার্তায় জেলা বিএনপির দফতর সম্পাদক মাহফুজুর রহমান রাজু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।