ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী গোলাপবাগ এলাকার ৬/২ নম্বর বাসায় শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে ডাকাতির সময় ছুরিকাঘাতে আহত সাদিয়া (১৮) নামে এক নারী কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার রাতে তিনি মারা যান।
ফৌজিয়া বেগমের ভাগিনা ফয়সাল বাংলানিউজকে জানান, তাদের দুইজনকে জখম করে বাড়ির বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
বর্তমানে নিহত সাদিয়ার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫