ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ডাকাতদের ছুরিকাঘাতে আহত নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
ডাকাতদের ছুরিকাঘাতে আহত নারীর মৃত্যু

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী গোলাপবাগ এলাকার ৬/২ নম্বর বাসায় শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে ডাকাতির সময় ছুরিকাঘাতে আহত সাদিয়া (১৮) নামে এক নারী কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার রাতে তিনি মারা যান।

এরআগে শুক্রবার দুপুরে তাদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির মালামাল লুট করে পালিয়ে যাওয়ার সময় বাসায় থাকা মা-মেয়ে বাধা দিলে তাদের দুইজনকেই ছুরিকাঘাত করে তারা। বর্তমানে তার মা ফৌজিয়া বেগম ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফৌজিয়া বেগমের ভাগিনা ফয়সাল বাংলানিউজকে জানান, তাদের দুইজনকে জখম করে বাড়ির বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

বর্তমানে নিহত সাদিয়ার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।