ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
যশোরে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

যশোর: যশোরে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।  
 
শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

 
 
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো শনিবার সকালে প্রাইভেট পড়তে স্কুলে যাচ্ছিল ওই ছাত্রী। পথে নির্জন এলাকায় তাকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
 
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহত শিশুটির মৃতদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  
 
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। তবে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।  
 
তিনি আরো জানান, তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।
 
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।