যশোর: যশোরের অভয়নগর উপজেলার নিটল টাটা গাড়ি ফ্যাক্টরির কাছে লরিচাপায় আব্দুল গফুর (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল গফুরের বাড়ি খুলনার শিরোমনি এলাকায়।
অভয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন কুমার জানান, আব্দুল গফুর মোটরসাইকেলে করে খুলনার যাচ্ছিলেন। পথে ওই ফ্যাক্টরির কাছে বিপরীত দিক থেকে আসা তেলবাহী একটি লরি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল গফুর মারা যান।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫