ঢাকা: বর্তমানে বল সরকারের কোর্টে রয়েছে। তাই সমস্যা সমাধানে সরকারকে জাতীয় সংলাপের উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে জাতীয় ঐক্য প্রক্রিয়ারে উদ্যোগে ‘জাতীয় সংকটে জাতীয় সংলাপ’ শীর্ষক গোলটেবিলে বৈঠকে তিনি এ মত দেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রযুক্তিবিদ হাবিব উল্যাহ করিমের সঞ্চালনায় বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম সামসুল হুদা।
আ স ম রব বলেন, বর্তমান সংকটের জন্য সরকার দায়ী। পেট্রোল বোমা মেরে, গুলি করে বর্তমান সংকটের সমাধান হবে না। সরকারকে উদ্যোগ নিতে হবে।
সংলাপের বিষয়ে রব বলেন, সংলাপ দুই দলের মধ্যে কেন, সব দলকে নিয়ে জাতীয় সংলাপ করতে হবে। ১৬ কোটি মানুষের অধিকার নিশ্চিতে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো এমন বলাতে মনে হচ্ছে আমরা স্বাধীন কী না। মৌলিক অধিকার, নাগরিক অধিকার আমাদের আছে কী না।
দেশে গণতন্ত্র থাকলে একজন প্রধানমন্ত্রী পুলিশকে বলতে পারেন না, আপনারা যা যা করার দরকার সব করেন দায়িত্ব আমার। আন্দোলনের নামে মানুষ হত্যা ও কাম্য নয়। রুগ্ন রাজনীতিতে থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
প্রধানমন্ত্রী তনয় সজীব ওয়াজেদ জয়ের সমালোচনা করে রব বলেন, আমাদের এক ভাতিজা বলেছেন, যারা গোলটেবিলে বসে আলোচনা করে তারা পাগল।
রব প্রশ্ন করেন,‘আমরা তো বঙ্গবন্ধুর সাথে যুদ্ধ করেছি। আমরা যদি পাগল হই, তাহলে এদেশে ছাগল কারা?’
প্রধানমন্ত্রীর সমালোচনা করে রব বলেন,‘আপনি ইমার্জেন্সি দিলেন না, তাহলে সভা সমাবেশ করতে দেন না কেন। অধিকার আদায়ে কথা বলতে দেন না কেন?’
বর্তমানে যারা রাজনীতি করছে তারা রাজনীতিবিদ নয় দলবাজ উল্লেখ করে রব বলেন, ‘আপনারা কোথায় যুদ্ধ করেছেন?’
সংকট নিরসনে জাতীয় সংলাপ
** স্থায়ী সমাধানে রাষ্ট্রপতিকে উদ্যোগ নিতে হবে
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫