পটুয়াখালী: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী এলাকার রাঢ়ী বাড়ির মোড়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মনিরুল ইসলাম (৩০) নামে পাওয়ার টিলারের (ট্রলি) এক হেলপার নিহত হয়েছেন।
শনিবার (০৭ ফেব্রুয়ারি ) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, দুপুরে একটি পিকআপ ভ্যান সুবিদখালী থেকে বরগুনা যাচ্ছিল। পিকআপ ভ্যানটি সুবিদখালী রাঢ়ী বাড়ির মোড়ে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলির হেলপার রাস্তায় পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫