ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

টেইলার্স কর্মচারী অহিদ ৫ দিন ধরে নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
টেইলার্স কর্মচারী অহিদ ৫ দিন ধরে নিখোঁজ অহিদ শেখ

ঢাকা: রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার টপটেন টেইলার্স অ্যান্ড ফ্রেবিকস’র কর্মচারী অহিদ শেখ ৫ দিন ধরে নিখোঁজ হয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দোকান থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি।

আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও অহিদের সন্ধান মেলেনি।

এঘটনায় অহিদের বড় ভাই আরিফ শেখ বুধবার (৪ ফেব্রুয়ারি) নিউ মার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অহিদ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর বালিকান্দি গ্রামের সামাদ শেখের ছেলে। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি।

কোনো সহৃদয় ব্যক্তি অহিদের খোঁজ পেলে ০১৯৩৮০৮৮৭২৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার বড় ভাই আরিফ।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।