নারায়ণগঞ্জ: পেট্রোল বোমায় নিরীহ মানুষ হত্যার প্রতিবাদ শনিবার সকালে ও দুপুরে পৃথক ভাবে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও নারায়ণগঞ্জ কলেজ কর্তৃপক্ষ।
মানববন্ধনে হাসপাতাল দু’টির চিকিৎসক, সেবিকা, কর্মকর্তা-কর্মচারী এবং কলেজের অধ্যক্ষসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও গভর্নিং বডির সদস্যরা অংশ নেন।
সকাল ১১ টার দিকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে ‘পেট্রোল বোমায় নিরীহ মানুষ হত্যার আর নয় প্রতিবাদ এবার হবে প্রতিরোধ’ এই স্লোগানে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধনে অংশ নেন হাসপাতালটির ভারপ্রাপ্ত সুপার ডা. শফিউল আজম, আরএস ডা. মাহবুব হায়দার শামীম, আরপি ডা. আসাদুজ্জামান, কনসালট্যান্ড ডা. জাহাঙ্গীর আলম, স্বাচিপের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. ইকবাল বাহার চৌধুরী, ডা. অলোক কুমার সাহা, ডা. বিধান চন্দ্র পোদ্দার, ডা. দীপান্বিতা ধর সহ চিকিৎসক, সেবিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
একই সময়ে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে স্বাচিপের উদ্যোগে মানববন্ধনে অংশ নেন হাসপাতালটির আরএমও ডা. মো. আসাদুজ্জামান, স্বাচিপ নেতা ডা. শেখ ফরহাদ, ডা. সাখাওয়াত, ডা. ফরিদ সহ চিকিৎসক, সেবিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে শিক্ষা ব্যবস্থাকে রাজনীতিমুক্ত রাখার দাবিতে ‘পেট্রোল বোমায় মানুষ হত্যার বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ’ এই স্লোগানে মানববন্ধনে অংশ নেন গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিরাজ কুমার সাহাসহ নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও গভর্নিং বডির সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫