ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে আহ্বান ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: জ্ঞান চর্চায় লেখাপড়া আর দেহ-মনের সুস্থতার জন্য খেলাধুলা অপরিহার্য উল্লেখ করে ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণ করতে হবে।

এছাড়া খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য শিক্ষকরা ছাড়াও অবিভাবকদের অনুপ্রেরণা দিতে হবে।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত ১০৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজ গভর্নিংবডির সভাপতি মজিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- দ্য ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি পৌর মেয়র ইকরামূল হক টিটু,  র‌্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার শামীম আরা বেগম, জেলা নাগরিক আন্দোললনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকাররম হোসায়েন প্রমুখ।

স্কুল অ্যান্ড কলেজ শাখার ১০৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজ অধ্যক্ষ ড. মেজর মো. শাহাব উদ্দীন। প্রতিযোগিতার শুরুতে স্কুলের ছাত্রীরা মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন করে। যা পরিচালনা করেন নূরুন নাহার ও মাহমুদা হোসেন মলি।

এছাড়া খেলা পরিচালনা করেন স্কুল শাখার ক্রীড়া শিক্ষক জেবুন নাহার ও কলেজ শাখার ক্রীড়া শিক্ষক অনিমা রাণী সরকার।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।