নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে মালবাহী ট্রলারের ধাক্কায় ডুবে যাওয়া যাত্রীবাহী ট্রলারটি উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুর দেড়টায় সাড়ে ৩ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে ট্রলারটি উদ্ধার করা হয়।
দুপুর ২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা।
এর আগে শনিবার সকাল ১০টায় বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকার কয়লাঘাট নামক স্থানে শীতলক্ষ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে সুমাইয়া (৮) ও ফাহিম (৩) নামের দুই শিশু নিখোঁজ হয়। এ ঘটনায় অন্তত ৮ জন যাত্রী আহত হন। পুলিশ মালবাহী ট্রলারটি আটক করেছে। তবে পালিয়ে গেছে এর চালক ও হেলপার।
নিখোঁজ সুমাইয়া কুমিল্লা জেলার মেঘনা এলাকার তারেক এর মেয়ে এবং ফাহিম একই এলাকার দুলালের ছেলে।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫