মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় ২০টি বসতবাড়িতে দফায় দফায় হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ করেছে প্রতিপক্ষ।
এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
এ ঘটনায় দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে, এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, মাদারীপুরের লক্ষ্মীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে মান্নান লস্কর ও সেলিম কাজীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এ বিরোধের জের ধরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুইপক্ষের ২০টি বাড়িতে হামলা চালানো হয়।
সংঘর্ষে ককটেলের আঘাতে আবু লস্করের কলেজ পড়ুয়া মেয়ে রোকসানা আহত হয়েছেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার বাংলানিউজকে জানান, আধিপত্য বিস্তার নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরিস্থিতি এখন স্বাভাবিক হলেও উত্তেজনা বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫