ভোলা: ভোলায় পৃথক অভিযান চালিয়ে সাত ব্যারেল ডিজেল ও ২০০ পিস কেওয়া কাঠ জব্দ করেছে কোস্টগার্ড। এছাড়া এসময় ডিজেল ও কাঠ বহনকারী দু’টি ট্রলারও জব্দ করা হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ও শনিবার দুপুরে কোস্টগার্ড এসব জব্দ করে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট মো. খালিদ জানান, গভীররাতে কার্গো জাহাজ থেকে ট্রলারে করে তেল চুরি করা হচ্ছিল। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে অভিযান চালায়। এসময় নদীর চৌকিঘাটা পয়েন্ট থেকে ডিজেলসহ ট্রলার জব্দ করে দৌলতখান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জব্দকৃত তেলের মূল্য আট লাখ টাকা বলেও জানান তিনি।
এদিকে শনিবার দুপুর ১টার দিকে কোস্টগার্ডের অপর একটি দল ভোলার লালমোহন উপজেলা সংলগ্ন মেঘনায় টহল দিচ্ছিল। এসময় লর্ডহাডিঞ্জ পয়েন্ট থেকে ২০০ পিস কেওয়া কাঠ বোঝাই একটি ট্রলার জব্দ করা হয়।
কোস্টগার্ডের ধারণা, একটি অসাধু চক্র ইটভাটায় বিক্রি করতে নোয়াখালীর হাতিয়া উপজেলার উড়িরচর এলাকার ম্যানগ্রোভ বাগান থেকে গাছগুলো কেটে আনছিল। এসব কাঠ লালমোহন থানায় হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫