ভোলা: ভোলার শহরের চরেনোয়াবাদ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত হয়েছেন।
আহতরা হলেন- বাংলানিউজের ভোলা প্রতিনিধি ছোটন সাহা ও সাংবাদিক এম ছিদ্দিকুল্লাহ।
শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত সাংবাদিক ছিদ্দিকুল্লাহ জানান, তারা দুপুরে নিউজ সংগ্রহের কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। এ সময় পৌর ৫ নম্বর ওয়ার্ডের গরুহাট এলাকার সড়কে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোরসাইকেলের মুখিমুখি সংঘর্ষ হয়।
এতে সাংবাদিক ছোটন সাহার বাম হাত ও বা পায়ে জখম হয়েছে। ছিদ্দিকুল্লাহ হাঁটু ও হাতে আহত হন। তাদের বহনকারী মোরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫