ঢাকা: রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ভজন কুমার সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রথমে এটি মনিপুরীপাড়া আবাসিক এলাকার একটি ভবনে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লেও তা ছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি ভবন।
ভজন সরকার জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভবন-২ এর দ্বিতীয়তলায় অগ্নিকাণ্ডের সূত্রাপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডের কারণ প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিড়ি সিগারেটের আগুন থেকেই আগুন লেগেছে।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫, আপডেট: ১৬৫২ ঘণ্টা