নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে গাঁজাসহ মো. তারিন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিবুল আলম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী তারিন কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের আবুল খায়েরের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে বসুরহাট বাজারের হাসপাতাল এলাকা থেকে মাদক ব্যবসায়ী তারিনকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়। দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী তারিনকে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫