ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ছবি : প্রতীকী

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে গাছভর্তি একটি টমটম উল্টে মজিবুর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার বিকেল ৪টার দিকে ভাণ্ডারিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার রাজাপুর ডিগ্রি কলেজের সামনের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মজিবর উপজেলার বড়কৈবর্তখালি গ্রামের আজাহার উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, গাছভর্তি টমটমটির ওপরে বসে ছিলেন মজিবর। এসময় ভাণ্ডারিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার রাজাপুর ডিগ্রি কলেজের সামনের এলাকায় এলে টমটমটি উল্টে যায়। এতে মজিবর টমটমের নিচে চাপা পড়লে স্থানীয়রা তাকে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথে মারা যান।

রাজাপুর থানার পরিদর্শক (ওসি/অপারেশন) মাসুদুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।