ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হরতাল-অবরোধের প্রতিবাদে রাস্তায় শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
হরতাল-অবরোধের প্রতিবাদে রাস্তায় শিক্ষার্থীরা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: ‘পুড়ছে মানুষ জ্বলছে দেশ, চাই শান্তির বাংলাদেশ, পেট্রোল বোমায় মানুষ হত্যার বিরুদ্ধে জেগে উঠো বাংলাদেশ’ স্লোগানে রাস্তায় নেমেছে নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।



কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে হাতে ছিল লাল-সবুজের পতাকা। হরতাল-অবরোধের প্রতিবাদ জানিয়ে ধ্বংসাত্বক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান তারা।

নারায়ণগঞ্জ কলেজের অর্নাস পড়‍ুয়া ছাত্র অভি সাহা বাংলানিউজকে বলেন, বর্তমান রাজনৈতিক সংকটে প্রধান দুটি দল দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না। ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় টিকে থাকার লড়াইয়েই ব্যস্ত তারা।

‘দেশের লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যতকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এভাবে দেশ চলতে পারে না। তাই বাধ্য হয়ে পথে নেমেছি আমরা। আমরা সুষ্ঠু পরিবেশ চাই। ’—বলেন তিনি।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন, নারায়ণগঞ্জ কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিরাজ কুমার সাহা, শিক্ষক ফজলুর রহমান, আলআমিন, এ আর মোস্তফা কামাল, স্বপন কুমার চক্রবর্তী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।