ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে আব্দুল হক (২৮) নামে এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বালিয়া ইউনিয়নের আড়াটন কানপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার আড়াটন কানপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে আব্দুল হক শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। কিন্তু এরপর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরদিন শনিবার দুপুরে বাড়ির পাশের মাঠে তার গলাকাটা ও ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।
খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫