ঢাকা: ঢাকায় কর্মরত চট্টগ্রাম বিভাগের ১১ জেলার সাংবাদিকদের নিয়ে ঢাকাস্থ চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়েছে।
এতে দৈনিক আমাদের সময়ের বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদারকে আহ্বায়ক এবং বিজয় টিভির প্রতিষ্ঠাকালীন হেড অব নিউজ শাহীন উল ইসলাম চৌধুরীকে সদস্য সচিব করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির কার্যালয়ে প্রবীণ সাংবাদিক মোহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মাহফুজুর রহমান, মাহমুদুর রহমান খোকন, জামাল উদ্দীন, মোস্তফা কামাল, সাইফ ইসলাম দিলালকে।
সদস্যরা হলেন- ওয়াহিদউল্লাহ, মোতাহের হোসেন মাসুম, মীর আহাম্মদ মীরু, সোহেল হায়দার চৌধুরী, এনামুল হক, জাগরণ চাকমা, মফিজুল ইসলাম, শামীম জাহাঙ্গীর, শামছুদ্দীন আহমেদ, সেলিম জাহিদ, মো. শরীফুল ইসলাম, শাহাবুদ্দিন চৌধুরী, গিয়াস উদ্দিন, শিবু কান্তি দাশ, মোস্তফা মনোয়ার সুজন, মো. মফিজুর রহমান খান বাবু, রফিক আহমেদ, শওকত ওসমান রচি, শাহাদাৎ হোসেন নিজাম, ফিরোজ আলম মিলন, ফারুক খান, খোরশেদ আলম, মোমেনা আক্তার পপি ও কাজী আজম।
শিগগিরই পুরো কমিটি ঘোষণা করা হবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫