রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলায় পুকুর দখল নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালকান্দি ইউনিয়নের কনোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসীর বরাত দিয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান জানান, গোয়ালকান্দি ইউনিয়নের কনোপাড়া গ্রামের একটি পুকুরের দখল নিয়ে আবদুর রশিদ ও ডাবলু নামের দুই ব্যক্তির মধ্যে বিরোধ চলে আসছিল। উভয় পক্ষ পুকুরটি মালিকের কাছ থেকে ইজারা দাবি করেন।
শনিবার সকালে আবদুর রশিদ তার ভাতিজাদের নিয়ে পুকুরের পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় প্রতিপক্ষ ডাবলু ও তার লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। পরে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় রশিদ পক্ষের জিন্নাত, মতলেব, সামাদ, সিরাজ, আবদুল করিম, আদু, আজাদ ও আবদুর রশিদকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। সংঘর্ষে ডাবলু পক্ষের শাহীনুর রহমান ও চান মোহাম্মদ নামের আরো দুইজন আহত হন।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত রশিদ পক্ষের আটজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে বিকেল পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা দায়ের করেনি। মামলা হলে তদন্ত সাপক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান ওবায়দা খান।
বাংলাদেশ সময়:১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫