ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় আমেরিকান পিৎজা চেইন সাবারোর উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
ঢাকায় আমেরিকান পিৎজা চেইন সাবারোর উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে প্রথমবারের মতো চালু হলো আমেরিকার বিখ্যাত পিৎজা চেইন সাবারো।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান-২ এ স‍াবারোর প্রথম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।



উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খান বাহাদুর গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল ইসলাম চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর মাঈন উদ্দিন আহমেদ, চিফ অপারেটিং অফিসার (সিওও) গোলাম মাসুম এবং সাবারো ঊর্ধ্বতন কর্মকর্তা অরেলিন অরফানিডস, ফিলিপ জোরে ও নরেশ ওরলিকা।

ইতালিয়ান রেসিপিতে নিউইয়র্কে চালু হওয়া জনপ্রিয় এ চেইন থেকে পিৎজাপ্রেমীরা আমেরিকান বৈচিত্র্যময় পিৎজার স্বাদ নিতে পারবেন।

রাজধানীর ১৫৫/এ গুলশান -২ এ সাবারোর প্রথম আউটলেটে ভোজন রসিকদের পিৎজার স্বাদ দিতে বাংলাদেশে কেবি ফুডস লিমিটেড (খান বাহাদুর গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান) এ আউটলেট পরিচালনা করবে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।