ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ট্রাক চাপায় হেলপারের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
না’গঞ্জে ট্রাক চাপায় হেলপারের মৃত্যু ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি ট্রাক টার্মিনালে মাহবুব (২০) নামে এক হেলপার ট্রাক চাপায় নিহত হয়েছেন।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

টার্মিনালে একটি ট্রাক ঘোরাবার সময় হেলপার মাহবুব ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই ট্রাকটি চালাচ্ছেন আরেক হেলপার আসাদুল।

নিহত মাহবুব শহরের পাইকপাড়া নয়াপাড়া এলাকায় সেলিমের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি বরিশালের বাকেরগঞ্জ থানার দক্ষিণ মধুকাঠে গ্রামের আবু হোসেন খলিফার ছেলে।
 
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বাংলানিউজকে জানান, শনিবার দুপুরে পঞ্চবটি ট্রাক টার্মিনালে হেলপার মাহবুব একটি ট্রাকের মেরামত করছেন। ওই সময় অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৪-১৯১৫) হেলপার আসাদুল ট্রাকটি ঘোরাতে গিয়ে মাহবুবকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরে হেলপার আসাদুল পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।