ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাঘায় অটোরিকশা চাপায় বৃদ্ধ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
বাঘায় অটোরিকশা চাপায় বৃদ্ধ নিহত ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম বাজারে অটোরিকশা চাপায় ইনছার আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইনছারের বাড়ি উপজেলার মনিগ্রাম দক্ষিণপাড়া গ্রামে।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় পড়ে যাওয়ার পর পেছন থেকে আসা অপর একটি অটোরিকশা ইনছার আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ সময় জনতার ধাওয়া খেয়ে মোটরাইকেল ও অটোরিকশা ফেলে পালিয়ে যায় চালকরা। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হবে।

বিষয়টি নিয়ে মীমাংসার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।