ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে পেট্রোলবোমা হামলার আসামি মানিকগঞ্জে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
বরিশালে পেট্রোলবোমা হামলার আসামি মানিকগঞ্জে গ্রেফতার

মানিকগঞ্জ: বরিশালের উজিরপুরে পেট্রোল বোমা হামলায় তিনজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা দুটি মামলার অন্যতম আসামি সাইদুর বেপারীকে (৩৫) মানিকগঞ্জের শিবালয় থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বরংগাইল থেকে তাকে গ্রেফতার করা হয়।



সাইদুর বরিশালের উজিরপুর উপজেলার হস্তিসুন্দর গ্রামের মৃত. আব্দুর রহমান বেপারির ছেলে এবং উজিরপুর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল আহসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী সোনারতরী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তাকে শিবালয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বরিশালের দুবৃর্ত্তদের পেট্রোল বোমা হামলায় তিনজন নিহত হন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।