লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন জামায়াতের আমির ডা. রমজান আলীকে(৫০) গ্রেফতার করেছে পুলিশ।
রমজান আলী পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারামারা সোনারডাঙ্গা এলাকার বাসিন্দা।
শনিবার দুপুরে বুড়িমারী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল করিম রেজা বাংলানিউজকে জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনে বুড়িমারী ইউনিয়নের ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও সরকারি কাজে বাধা দেওয়াসহ একাধিক নাশকতার মামলার আসামি রমজান আলী এতদিন পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে বুড়িমারী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫