ঢাকা: রাজধানীর বঙ্গবাজারে পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া ককটেলে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলা করে পালানোর সময় পুলিশের গুলিতে আহত হয়েছে ২ দুর্বৃত্তও।
এরা হলো- আব্দুর রহমান(৩০) ও মোমিন মামুন(৩৫)। এরা কেরাণীগঞ্জের কালিগঞ্জে আলম মার্কেটের সামনের একটি ছাত্রাবাসে থাকে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বঙ্গবাজার ইউনূস টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শিবলী নোমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ গুলি করলে পড়ে যায়। এ সময় স্থানীয় জনতা তাদের গণধোলাই দেয়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনায় ২জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫