ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনের পেছনে কাব্যকাস মার্কেটের তিন তলায় সূতার দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
ফায়ার সার্ভিসে ৮টি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাংলানিউজকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। আগুন লাগার খবর পেয়ে ৮টি ইউনিট পাঠানো হয়। ফায়ার কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জাননো হয়।
তবে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান ফায়ার কর্মীরা।
** কারওয়ান বাজারে আগুন
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫