দিনাজপুর: দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে (দিমেক) অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসার জন্য ১০ শয্যার বার্ন ইউনিট চালু করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় জাতীয় সংসদের হুইপ ও মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ইকবালুর রহিম এমপি আনুষ্ঠানিকভাবে এ বার্ন ইউনিট কার্যক্রমের উদ্বোধন করেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. তরুন কান্তি হালদার বাংলানিউজকে জানান, বর্তমান রাজনৈতিক সহিংসতায় পেট্রোল বোমায় আহত রোগীদের চিকিৎসা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে বার্ন ইউনিটটি চালু করা হলো। বার্ন ইউনিট চালুর মধ্য দিয়ে দিনাজপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে।
উদ্বোধনের পর ১০ শয্যা বিশিষ্ট এ বার্ন ইউনিটে দু’জন অগ্নিদগ্ধ রোগী ভর্তির মধ্য দিয়ে এর যাত্রা শুরু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. তরুন কান্তি হালদার, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. কামরুল আহসান, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. ছিদ্দিকুর রহমান, দিনাজপুর চেম্বারের সভাপতি মো. মোছাদ্দেক হুসেন, দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫