ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিহিংসার শিকার বরেন্দ্র অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
প্রতিহিংসার শিকার বরেন্দ্র অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের জনগণের মানবাধিকার বিপন্ন হয়ে পড়েছে। প্রতিনিয়ত তারা কোনো না কোনোভাবে প্রতিহিংসার শিকার হচ্ছে।

তারা পাচ্ছে না ন্যায্য মজুরি। পৈত্রিক ও দখলকৃত সম্পত্তি হারিয়ে ভূমিহীন হয়ে পড়ছে তারা।  

রাজশাহী মহানগরীর সাফাওয়াং সম্মেলন কক্ষে শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আদিবাসী সামাজিক উন্নয়ন সংস্থা (আসুস) এর আয়োজনে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের মানবাধিকার বিষয়ক গণশুনানিতে বক্তারা তাদের এসব সমস্যার কথা তুলে ধরেন এবং সমস্যা সমাধানের দাবি জানান।

দাতা সংস্থা অক্সফাম ও ইউরোপী ইউনিয়নের সহায়তায় এ গণশুনানির আয়োজন করা হয়।   

গণশুনানিতে সভাপতিত্ব করেন আসুস’র নির্বাহী পরিচালক রাজকুমার শাও। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় ভূমি সংস্কার কমিশনার শ্যাম কিশোর রায়।

এতে গবেষণাপত্র উপস্থাপন করেন চিত্তরঞ্জন সরদার। গবেষণায় তিনি ভূমিদস্যু কর্তৃক জেলার গোদাগাড়ী উপজেলার সগুনা আদিবাসী গ্রাম পুড়িয়ে দেয়া, কাঁকনহাট পৌরসভা এলাকার নন্দাপুর গ্রামের আদিবাসীদের সমাধিস্থল শ্মশান, কাগঠিয়া গ্রামের দেবোত্তর সম্পত্তি, গোগ্রাম ইউনিয়নের বটতলী গ্রামের আদিবাসী কবরস্থান দখল করে চাষাবাদ ও মুক্তিযোদ্ধাদের সমাধির উপরে পায়খানা স্থাপন এবং ২০১৫ সালের জানুয়ারি মাসে তানোর উপজেলার ময়েনপুর গ্রামের সদ্য মাস্টার্স পরীক্ষা সমাপ্তকারী রাজশাহী কলেজের মেধাবী ছাত্র বাবলু হেমব্রমকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় খুনের তথ্য উল্লেখ করেন।

প্রধান অতিথি বক্তব্যে শ্যাম কিশোর রায় আদিবাসী ও দলিত সম্প্রদায়ের জমি রক্ষা ও মানবাধিকার লঙ্ঘন যেন না হয় এজন্য সরকার ও অন্যান্য জাতিগোষ্ঠীকে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সাথে তিনি বিরোধকৃত সম্পত্তির নিষ্পত্তির আশ্বাস প্রদান করেন।

এ সময় তিনি ১৯৮৪ সালে ভূমি সংস্কার আইনের ধারা উল্লেখ করে বলেন, বসত ভিটা থেকে কোনো ব্যক্তিকে জোর করে উচ্ছেদ করা যাবে না।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অনিল মারান্ডি, সাধারণ সম্পাদক সুশেন কুমার শ্যামদুয়ার, রাজশাহী বরেন্দ্র হিউম্যান ডিফেন্ডার্সের আহ্বায়ক চিত্তরঞ্জন সরদার, রাজশাহী ব্লাস্ট এর সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুস সামাদ, রাজশাহী সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য সহকারী আব্দুর রহমান,সম্মিলিত আদিবাসী নারী জোটের সভাপতি কল্পনা তির্কী ও মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।