ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

৫ হাজার টাকার জন্য চাচীকে খুন করে ফাহিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
৫ হাজার টাকার জন্য চাচীকে খুন করে ফাহিম ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মাত্র পাঁচ হাজার টাকার জন্য চাচী সাহেদা বেগমকে (৫৮) ছুরিকাঘাতে খুন করেছে ভাতিজা ফাহিম আহমেদ (২০)।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা বলে ফাহিম।



নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জবানবন্দি দেওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

ফাহিম ফতুল্লা হরিহরপাড়া গুলশান রোড এলাকার শাহাবুদ্দিন আহমেদের ছেলে। তিনি রাজধানীর ড্যাফোডিল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, গত ২৯ জানুয়ারি রাত ৮টার দিকে চাচী সাহেদা বেগমের কাছে ৫ হাজার টাকা ধার চান ফাহিম। কিন্তু সাহেদা ধার দিতে অসম্মতি জানালে ফাহিম ক্ষিপ্ত হয়ে বালিশ চাপা দিয়ে তাকে হত্যার চেষ্টা করে। এতে ব্যর্থ হলে তাকে চাকু দিয়ে কুপিয়ে পালিয়ে যায় ফাহিম।

পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ ফেব্রুয়ারি রাতে সাহেদা বেগম মারা যান। এ ঘটনার ৮ দিন পরে নিহতের স্বামী কবির উদ্দিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করলে ফাহিমকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।