ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রামের ট্রেন বন্ধ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রামের ট্রেন বন্ধ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-চট্টগাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নাসিরাবাদ (৩৮নং, ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।



শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে গঙ্গাসাগর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকুল এক্সপ্রেসসহ বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়েছে।

আখাউড়া রেলওয়ে জংশনের লোকোসেড ইনচার্জ মো. মহসিন ভূঁইয়া বাংলানিউজকে জানান, কিছুক্ষণের মধ্যে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করবে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।