ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
শ্রীমঙ্গলে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ ছবি: প্রতীকী

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর  ইউনিয়নে বাইকা বিল হাওড় দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৪০জন আহত হয়েছেন।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে হাজীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক ভাবে আহতদের নামপরিচয় পাওয়া যায়নি। তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতাল ও শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে ফজর আলী মেম্বর ও হাজী মনির মিয়ার মধ্যে বাইকা বিলের হাওর দখল নিয়ে হাজীপুর বাজার এলাকায় সালিশ চলছিল। এর একপর্যায়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে দু’পক্ষের অন্তত চল্লিশ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। এ ব্যাপরে শ্রীমঙ্গল থানায় মামলা রয়েছে।

বাংলদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।