নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে তাহেরা বেগম(৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার বিকেলে শহরের সাহেবপাড়ার রেল কোর্য়াটার থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
তাহেরা সৈয়দপুর রেল কারখানায় কর্মরত মাহবুবার রহমানের স্ত্রী।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, রেলকোর্য়াটারে তাহেরা বেগম তার স্বামী-সন্তানকে নিয়ে থাকতেন। দুপুরের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। বাড়িতে থাকা স্বর্ণালঙ্কার, মোবাইল, ল্যাবটবসহ ঘরের অন্যান্য মালামাল নিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫