ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কমরেড জরিপ কাতলি আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
কমরেড জরিপ কাতলি আর নেই কমরেড জরিপ কাতলি

মাগুরা: দক্ষিণবঙ্গের বামপন্থী আন্দোলনের অন্যতম নেতা ও শ্রমজীবী মুক্তি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড জরিপ কাতলি (৬০) মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।   

রোববার বিকেল ৫টায় নিজ গ্রাম মাগুরার শালিখা উপজেলার কাতলি গ্রামে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।



মৃত্যুকালে তিনি ২ ছেলে, স্ত্রী, মা, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এক মাস আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এক সপ্তাহ আগে তাকে চিকিৎসকদের পরামর্শ মতো নিজ বাড়িতে নিয়ে আসা হয়।  

তিনি ব্রেন স্ট্রোক, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

রাজনৈতিক জীবনে তিনি পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (হক গ্রুপ), কমিউনিস্ট লীগ, শ্রমজীবী মুক্তি আন্দোলনের শীর্ষ পর্যায়ের তাত্ত্বিক নেতা হিসেবে পরিচিত ছিলেন।

সর্বশেষ ৪ বছর আগে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে (সিপিবি) যোগদানের মধ্য দিয়ে প্রথাগত বামপন্থী রাজনীতিতে ফিরে আসেন। তার মৃত্যুতে মাগুরা জেলা কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, উদীচীসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

রোববার বাদ আছর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।