তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলার কৃষ্ণকাটি গ্রামে তিনটি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন-উপজলোর কৃষ্ণকাটি গ্রামের প্রভাষক অশোক দাশ, পবিত্র দাশ ও উদয় দাশ। তাদের বসতঘর, গোয়াল ও রান্নাঘরসহ সবকিছু পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, উদয় দাশের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের ঘরেও আগুন ধরে যায়। খবর পেয়ে এলাকাবাসী ও পার্শ্ববর্তী বাজারের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাম প্রসাদ দাশ বাংলানিউজকে জানান, উদয় দাশের রান্নাঘরের পাশে বিদ্যুতের পোল রয়েছে। রান্নাঘর থেকে আগুন লেগে বিদ্যুতের পোলসহ আশপাশের ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয় জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫