লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে বরযাত্রীর (বিয়ের) চলন্ত বাসে ইট নিক্ষেপের অভিযোগে ২ যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কমলনগর উপজেলার হাজিরহাট দক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- চর ফলকন গ্রামের নুরুল হুদার ছেলে লোকমান হোসেন (২০) ও একই গ্রামের আবুল বাশারের ছেলে রুবেল (২২)। আটক দুইজন বিএনপি কর্মী বলে জানিয়েছে পুলিশ।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বাংলানিউজকে বলেন, লক্ষ্মীপুর থেকে একটি বরযাত্রীর বাস (বিয়ের বাস) রামগতি যাচ্ছিল। পথে কমলনগরের হাজিরহাট দক্ষিণ বাজারে পৌঁছালে ওই দুই যুবক চলন্ত বাসে ইট নিক্ষেপ করে। এতে বাসের কাঁচ ভেঙে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় দুই যুবককে আটক করা হয়। তবে, এ ঘটনায় বাসের কেউ হতাহত হয়নি।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫