ঢাকা: বাংলাদেশে আন্দোলনের নামে যেসব চোরাগোপ্তা হামলা ও বোমবাজি হচ্ছে তাতে বিদেশি শক্তির হাত রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে বিবিসি বাংলাদেশ সংলাপের ১০৩তম পর্বে প্যানেল সদস্যের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এইচ টি ইমাম বলেন, বাংলাদেশে বর্তমানে যেসব চোরাগোপ্তা হামলা ও পেট্রোল বোমা ছুড়া হচ্ছে তাতে বিদেশি কোনো শক্তির যোগ-সাজোস রয়েছে। কারণ বিএনপির এখন কোনো শক্তি নেই। তাই তারা বিদেশি শক্তির মাধ্যমে জায়ামাতকে দিয়ে এসব হামলা করাচ্ছে।
তিনি বলেন, আমি মনে করি ১৯৭১ সালে যারা এ দেশের বিরুদ্ধে গিয়েছিলো তারাই এসব হামলা করছে। যাদের ১৯৭৫ সালের পরে এদেশে পুনর্বাসন করা হয়েছিল। এসব হামলা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।
রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের আর কতদিন নিরাপত্তাহীনতার হুমকির মধ্যে জীবন কাটাতে হবে? এমন এক প্রশ্নের জবাবে মি. ইমাম বলেন, নিরাপত্তাহীনতার প্রশ্ন কেন আসবে? এটা কোথা থেকে আসছে? আমি বলবো এটা অবশ্যই হুমকি। যারা এসব হুমকি দিচ্ছে তা আদৌ প্রয়োজন রয়েছে কি-না? আর এসব হুমকির ফলেই দেশে সন্ত্রাস সৃষ্টি হচ্ছে।
তিনি আরো বলেন, ২০১৩ সালেও এ ধরনের হামলা করা হয়েছিল। নির্বাচনের আগে ও পরেও একই ধরনের হামলা করা হচ্ছে। কিন্তু গত নির্বাচনের পর আমরা বেশ স্বাভাবিক হয়ে উঠেছিলাম। কিন্তু এমন কি হলো যে দেশকে এমন অস্থিতিশীল করে তুলতে হবে।
এমন পরিস্থিতি কতোদিন চলতে পারে এমন প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, এটার সময় নির্ধারণ করে বলা খুবই কঠিন। তবে এটা দমনে সরকারিভাবে যা করা সম্ভব তা করা হবে। এটা দমনে প্রশিক্ষিত আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। তাছাড়াও আমাদের জনগণকে সঙ্গে নিয়ে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মানুষ এ সন্ত্রাসের বিরুদ্ধে রাস্তায় বের হয়ে এসেছে। খুব শিগগিরই তা দমন করা হবে।
বর্তমান অবরোধ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আজ পর্যন্ত অবরোধের মাত্রা অনেক কমে এসেছে। সরকারের বিভিন্ন কার্যক্রমের ফলে মানুষ ঘর থেকে রাস্তায় নেমেছে। ফলে তাদের নিয়ে এ ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।
বিএনপির নিরপেক্ষ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, বিএনপির নিরপেক্ষ নির্বাচনের যে দাবি ছিল তা অনেক আগেই পার হয়ে গেছে। এখন তারা এটা জনগণের ওপর চাপিয়ে দিতে চাচ্ছে। তবে তাদের আলোচনার জন্য পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখন তাদের সঙ্গে নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে।
বিচার বর্হিভূত হত্যাকাণ্ড সম্পর্কে এইচ টি ইমাম বলেন, আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী বলছে যাদের গুলি করে মারা হচ্ছে তাদের আমরা বোমা নিক্ষেপ করতে দেখছি। তাদের বোমা থেকে মানুষকে রক্ষার জন্য তারা গুলি করছে। এটাকে হোমিসাইড বলা হয়। যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও আফগানিস্তানে সন্ত্রাসীদের বিরুদ্ধে হোমিসাইড প্রচলন আছে। তাদের দেশে এটা নিয়ে কোনো সমালোচনা হয় না। কিন্তু আমাদের দেশে এটাকে বলা হচ্ছে বিচার বর্হিভূত হত্যাকাণ্ড।
সাবেক রাষ্ট্রপতি একিউ এম বদরুজ্জোদা চৌধুরীর প্রেসক্রিপশন ও দেশে গৃহযুদ্ধ বাধার সম্ভাবনা সম্পর্কে আওয়ামী লীগের এ নেতা বলেন, পত্রপত্রিকায় পড়েছি তিনি এসব কথা বলেছেন। কিন্তু তা সঠিক না। দেশে যে সংকটের কথা বলা হচ্ছে তা তৈরি করেছে বিএনপি। যা তারা না করলেও পারতো। কারণ সবখাতে আমরা সমানভাবে এগিয়ে যাচ্ছিলাম। তাই আমি বদরুদ্দোজা সাহেবকে বলবো আপনার নেত্রীকে বুঝান তিনি যেন অবরোধ প্রত্যাহার করেন। আগামী নির্বাচনের আগে এসব সমস্যার সমাধান হবে।
বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রানের উপায় কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এ ধরনের সংকট তৈরি করছে তারা যদি অবরোধ-হরতাল বন্ধ করে তবে এ সমস্যার সমাধান হবে। আর অবরোধ-হরতাল প্রত্যাহার করার পরও যদি এ ধরনের চোরাগোপ্তা হামলা চলতে থাকে তবে তখন তাদের সঙ্গে আলোচনার কথা চিন্তা করা যেতে পারে।
ওয়ালিউর রহমানের প্রযোজনায় এবং আকবর হোসেনের উপস্থাপনায় সংলাপের প্যানেল সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হোসেন খালেদ।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫