খুলনা: খুলনা মহানগরীর বয়রায় মাসব্যাপী খুলনা বিভাগীয় বইমেলায় ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন একজন দর্শনার্থী।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মেলা চত্বরে এ ঘটনা ঘটে।
এতে হুমায়ুন কবির নামের একজন দর্শনার্থী আহত হন। মেলার প্রধান ফটকের পাশে নালন্দা প্রকাশনীর স্টলে বই কিনছিলেন তিনি। আহত কবির খালিশপুর ক্লিনিকে চিকিৎসাধীন।
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপ-পরিচালক হরেন্দ্রনাথ বসু জানান, রাত সাড়ে ৮টার দিকে মেলা চত্বরে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে একজন দর্শক আহত হন। তার পায়ে সামান্য জখম হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মেলায় ক্রেতা-দর্শকদের সমাগমের মধ্যেই হঠাৎ বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে সবাই আতংকিত হয়ে পড়েন। এসময় দ্রুত স্টলগুলো বন্ধ হয়ে যায়।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি জানান, খবর পেয়ে খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করতে পারেনি।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫/আপডেট: ফেব্রুয়ারি ০৮, ০২২০