লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে বাবর হোসেন (২৩) নামে এক যুবক খুন হয়েছে।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বাবর লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব দিঘুলী গ্রামের মফিজ উল্যার ছেলে। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিঘলী বাজার থেকে সন্ধ্যায় বাবরকে অজ্ঞাতপরিচয় লোকজন ডেকে নিয়ে যায়। পরে দুর্গাপুর গ্রামের একটি ঘরে নিয়ে গুলি করে তাকে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। কি কারণে হত্যাকাণ্ডটি সংঘঠিত হয়েছে তা তদন্ত করে বলা যাবে। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫