রংপুর: গাইবান্ধায় যাত্রীবাহী বাসে হরতাল-অবরোধকারীদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় দগ্ধ সাজু মিয়া (৪৫) নামে আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিন শিশুসহ মোট ৭ জন।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটি তিনি মারা যান। শরীরে ৬০ শতাংশ বার্ন নিয়ে সাজু মিয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ২৮ জন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল কাদের খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর থেকে নাপু এন্টারপ্রাইজের একটি বাস ৪০ জনের অধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলো। পথে তুলসীঘাট এলাকায় বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে রতাল-অবরোধকারী।
** গাইবান্ধায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমায় নিহত ৬, দগ্ধ ২৯
বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫