আশুলিয়া: যৌতুকের দাবিতে আশুলিয়ায় সোনিয়া আক্তার রুমা নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী মো. সাখাওয়াত হোসেনকে আটক করেছে পুলিশ।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) বেলা দুইটায় আশুলিয়ার কবিরপুর এলাকা থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সকালে স্বামীর বাড়ির লোকজন ঘরের মধ্যে সোনিয়ার ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সোনিয়ার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, বেশ কিছু দিন ধরে যৌতুকের দাবিতে সোনিয়াকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন তার স্বামী। এ কারণে সাখাওয়াত সোনিয়াকে হত্যা করে থাকতে পারেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫