ঢাকা: রাজধানীর নতুন বাজার ভাটারা থানার সামনে তুরাগ পরিবহনের একটি বাসে যাত্রীবেশে আগুন দিয়েছে অবরোধ-হরতালকারীরা।
এর আগে দয়াগঞ্জে রংধনু পরিবহনের একটি বাসে একইভাবে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নতুন বাজার ভাটারা থানার সামনে যাত্রীবাহী তুরাগ পরিবহনের একটি বাস দাঁড়ানো অবস্থায় আগুন দেওয়া হয়। তবে যাত্রী হিসেবে আগুন দেওয়া বিষয়টি বুঝতে পারলেও কাউকে আটক করতে পারেনি সেখানে উপস্থিত অন্যরা।
যাত্রাবাড়ী এলাকা থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, দয়াগঞ্জে রংধনু পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় অবরোধ-হরতালকারীরা।
তবে ঘটনায় দু’টিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫