রামু (কক্সবাজার): কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় একটি যাত্রীবাহী বাসে (কক্সলাইন সার্ভিস) ভাঙচুর চালিয়েছে বিএনপি-জামায়াতের কর্মীরা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চেয়ারম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় কক্সলাইনের চালক আব্দুস সালামসহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গাড়ীর যাত্রী রামু উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. ওসমান গণি বাংলানিউজকে জানান, তিনি কক্সবাজার শহরে প্রয়োজনীয় কাজ শেষে রামু ফিরছিলেন। যাত্রীবাহী কক্সলাইন সার্ভিসের গাড়িটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চেয়ারম্যানপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ বিএনপি-জামায়াতের কর্মীরা গাড়ি থামিয়ে ভাঙচুর চালায়। আহত হন পাঁচজন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম বাংলানিউজকে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫