ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল শুরু

আখাউড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল শুরু ফাইল ফটো

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): টানা পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।

আখাউড়া রেলওয়ে জংশনের লোকোসেড ইনচার্জ মো. মহসিন ভূইয়া ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।



শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তত্পরতা শুরু করে। এসময় উদ্ধারকারী রেল শ্রমিকরা দুর্ঘটনা কবলিত ট্রেনের বগিটি সরিয়ে ফেললে রাত সোয়া ১১ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সন্ধ্যা সোয়া ৭টার দিকে আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস (৩৮) ট্রেন লাইনচ্যুত হয়ে ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

** বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রামের ট্রেন বন্ধ

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।