লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের লক্ষ্মীপুর পুলিশ লাইন্সের পূর্ব পাশে পিকআপ ভ্যান লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে অবরোধকারীরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর থেকে একটি পিকআপ ভ্যান নোয়াখালীর বেগমগঞ্জ যাচ্ছিলো। পথে পুলিশ লাইন্স পার হলে ককটেল ছোড়ে অবরোধকারীরা। এতে গাড়ির বাম পাশের হেড লাইট ক্ষতিগ্রস্ত হয়।
লক্ষ্মীপুর থানার সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. নাসিম মিয়া জানান, ঘটনায় জড়িতদের খুঁজতে পুলিশ অভিযানে নেমেছে।
বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫